স্বপ্ন


আমার একটি স্বপ্ন আছে - সমৃদ্ধ নৈতিক বাংলাদেশের (Youth Summit- 2008)


অডিটরিয়ামপূর্ণ ৫০০ এ+ ধারী তরুন ছাত্র আবেগঘন হয়ে গাইছে আমার সোনার বাংলা । আমি তোমায় ভালোবাসি । সামনের সারিতে কেন্দ্রীয় সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ দাঁড়িয়ে গলা মেলাচ্ছেন । এটা সর্বশেষ আইটেম পার্লামেন্টারী ডিবেট শুরুর সময়টা ! শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা বাধ্যতামুলক করা হোক - বিলের পক্ষ বিপক্ষ যেই কথা বললো, শ্রোতারা মুগ্ধ হয়ে হাততালিতে অডিটোরিয়াম কাঁপাতে লাগলো ।

এল.জি.ই.ডি অডিটরিয়ামে সারাদিনব্যাপী ৫০০ ছাত্রকে শেখানো হলো, আই হ্যাভ আ ড্রিম । হোয়াট ইজ চেইন্জ মেকার-হাউ টু মেইক চেইন্জ । হু ওয়্যার দ্যা ন্যাশন বিল্ডার্স - হাউ টু বিল্ড আ ন্যাশন । উদাহরণ হিসেবে এলো, মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি- আই হ্যাভ আ ড্রিম - এলো- এ.পি.জে কালাম- নেলসন ম্যান্ডেলা - মাহাথীর মুহাম্মদদের কথা । দিনব্যাপী অন্ত:ত তিনবার উচ্চকণ্ঠে মেন্টরর্সদের সাথে শপথ নিলো পার্টিসিপেন্টরা । এলাহী কান্ড বললে কম ই হয় । হবেই বা না কেন ? দেশসেরা ৫০০ ছাত্রের মনজগতে যে স্বপ্নের বীজ বপন করতে সক্ষম হল, খুবই নিশ্চিত, এদের মধ্য থেকে অবশ্যই কোন না কোন মাহাথীর মুহাম্মদ পাচ্ছে বাংলাদেশ ।

জিউস জাতি প্রশংসাই পেলো বক্তাদের বক্তব্য থেকে । ষষ্ষ্ঠ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত সারা বিশ্বব্যাপী মুসলমানদের অসাধারন বিজয়গাঁথা - একে একে কিভাবে থেমে গেলো , জানা গেলো সে ইতিহাস । গণিত-রসায়ন-চিকিৎসাবিদ্যার জনকদের পরিচয় ও পাওয়া গেলো । জাতির পূর্বপুরুষ আভিসীনা- আল জাবেরদের প্রতি শ্রদ্ধা জাগানিয়া কথাগুলো নতুন করে শোনা গেলো । এক শিক্ষিত ইহুদী জাতি সংখ্যায় খুব নগন্য হয়েও কিভাবে আমেরিকার প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রভাবক হয়- পরিষ্কার করা হলো সেটাও ।

প্রতিটি স্পিচের সাথে স্মার্ট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন । ফাঁকে ফাঁকে সাইমুম শিল্পীগোষ্ঠির অনন্য সব দেশের গান । সারাদিনব্যাপী শিক্ষামুলক একটা প্রোগ্রাম এমন বিরক্তিহীনভাবে কাটানোটাও এক নতুন অভিজ্ঞতা ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট আর ঢাকা ম্যাডিকেলের ছাত্ররা এদেরকে শেখালো এইচ. এস. সি.তে আবার এ+ পেতে হলে কিভাবে পড়তে হবে এবং এইচ.এস.সির পরে ভর্তি পরীক্ষার জন্যই বা কিভাবে পড়তে হবে । সরাসরি প্রশ্ন করে জেনে নেয়া গেলো দেশের বাইরে স্কলারশীপ নিয়েই বা কিভাবে পড়তে যাওয়া যায় ।

মাত্র ১০ মিনিটের "স্মার্ট স্পীকার" এ ইংরেজীতে কথা বলানোটা এমনভাবেই শিখিয়ে দিলেন- এমনই মনকাড়া বক্তব্যে- হাততালির শব্দ থামতেও অনেকটা সময় চলে গেলো !!

সবশেষে CP যা বলছেন, একটা কথাই মনে গেঁথে নিলো ৫০০ এ+ ধারী ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র । CP র বক্তব্য- একজন পুলিশ অফিসার হবেন- সংগঠনের কাউকে ফেভার করার জন্য না - যদি সেটা হয় আপনার উদ্দেশ্য আপনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে বিশ্বাসঘাতকতা করলেন - একজন ম্যাজিষ্ট্রেট হবেন - সাধারন মানুষগুলোর ন্যায় বিচারের অধিকার দেয়ার জন্য- সংগঠনের কোন কেস কে ফেভার করার জন্য না - যদি সেটা করেন, আপনি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে বিশ্বাসঘাতকতা করলেন । সংগঠনকে ফেভার করার জন্য আপনাকে কখনই কিছু হতে হবে না । আপনি প্রিয় বাংলাদেশের জন্য - দেশের মানুষগুলির জন্য অনেক বড় হন - সেটাই আপনার থেকে আপনার সংগঠনের একমাত্র কাম্য ।

চমৎকার একটি কুইজপ্রতিযোগিতা ও হয়ে গেলো - কিছু নমুনা তুলে দিলাম ।

১. ইসলামী শিক্ষা দিবস কবে পালিত হলো ?

ক. ১ লা শ্রাবণ
খ. ১ লা আশ্বিন
গ. ১ লা ভাদ্র
ঘ. ১ লা কার্তিক


২. মাগরিবের ফরজ নামাজে আপনি যখন জামায়াতে সামিল হলেন , ইমামসাহেব তখন দ্বিতীয় রাকায়াতের প্রথম সিজদা দিয়ে - বসেছেন... ওই নামাজে আপনাকে মোট কয়টি সিজদা দিতে হবে... ? কতবার আত্ত্যাহিয়্যাতু পড়তে হবে... ?

ক. ৬-৩ খ. ৬-৪ গ. ৭-৪ ঘ. ৭-৩

৩. নিচের কোন সমাবেশে অসামন্জস্যতা রয়েছে...

ক. তীতুমীর - মজনু শাহ - ক্ষুদিরাম - শরীয়তউল্লাহ
খ. তীতুমীর - মজনু শাহ - মোহনচাঁদ - শরীয়তউল্লাহ
গ. রবীন্দ্রনাথ - ক্ষুদিরাম - সোহরাওয়ার্দী - বঙ্কিমচন্দ্র
ঘ. তিনটিতেই



৪. ৩০০ % মুনাফা করতে হলে ১ লক্ষ টাকা দামের একখন্ড পান্না কত টাকায় বিক্রি করতে হবে.. .. ?

ক.২০০০০০ খ.৩০০০০০ গ.৪০০০০০ ঘ.সম্ভব না


৫. কোনটির গুরুত্ব সবচেয়ে কম... ?

ক. পড় তোমার প্রভুর নামে…
খ. জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে সূদুর চীনে যাও…
গ. প্রতিটি মুসলিম নরনারীর উপর ই ইলম শিক্ষা করা ফরয…
ঘ. যারা জানে আর যারা জানেনা, তারা কি সমান হতে পারে....


ব্যাস্ত এ দিনটিকে স্মরণ করবে ভবিষ্যত এক প্রজন্ম । প্রচন্ড উচ্ছ্বসিত একঝাঁক সর্বোচ্চ মেধাবীর মধ্য থেকে ইনশাআল্লাহ- অবশ্যই বেরিয়ে আসবে কোন না কোন চেইন্জ মেকার - কোন না কোন ন্যাশন বিল্ডার । কোন না কোন সোনালী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর ।


লেখাটি বার পড়া হয়েছে..










টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম