তরঙ্গস্পট



একটা যুগের সমাপ্তি.. যুগান্তকারী নতুনদের প্রত্যাশায়..

প্রচলিত স্থবির ধ্যান-ধারনাকে যুক্তি-সহজবোধ্যতা আর সত্যের কঠোর ধমকে ধ্বসিয়ে দিয়ে চিন্তারাজ্যে প্রচন্ড আলোড়ন তুলে বিপ্লব ঘটানোর মত কিছু নতুন মানুষের জন্য খুব প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি । শহীদ আব্দুল মালেকের মত সর্বস্বত্যাগী সহজ-সরল ডায়নামিক লেখকের জন্য অধীরচিত্তে অপেক্ষা করে আছি । খুররম জাহ মুরাদের মত লেখক ও দায়িত্বশীলের দিকে তাকিয়ে আছি যিনি সময়ের চেয়ে শতবছর সম্মুখে দেখতে পেতেন...(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share



আমাদের ব্রেনওয়াশ যেভাবে করা হয়


ধীরে ধীরে এক্সরা আমাকে নিয়ে আসে আলোকিত এক ভুবনে । যে ভুবনের বাসিন্দারা কখনও কোন খারাপ কাজ করেনা , কাউকে অনর্থক কষ্ট দেয়না, সবাইকে ভালোবাসে আপনজনের মত ।যে ভুবনের বাসিন্দারা প্রত্যেকে জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে বেছে নিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে । যে ভুবনের বাসিন্দাদের প্রত্যেকের মনে গেঁথে গেছে সোনালী যুগের সাহাবী-জীবন যাপনের বাসনা ।..(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share



ইসলামী শিক্ষা দিবসের কিছুটা ইতিহাস

আলোচনা সভায় বামপন্থীদের বিরোধীতামুলক বক্তব্যের মধ্যে শহীদ আব্দুল মালেক মাত্র ৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পান । অসাধারন মেধাবী বাগ্মী আব্দুল মালেকের সেই ৫ মিনিটের যৌক্তিক বক্তব্যে সভার মোটিভ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় ...(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


আজ কুরআন দিবস (১১ মে , ১৯৮৫)


ঘটনার সূত্রপাত ১৯৮৫ সালের ১০ ই এপ্রিল । পদ্মমল চোপরা ও শীতল সিং নামের দুই ব্যাক্তি কলকাতা হাইকোর্টে বিচারপতি মিসেস খাস্তগীরের আদালতে কুরআনের সকল আরবী কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার আবেদন জানিয়ে একটি রীট আবেদন করেন। এর প্রেক্ষিতে ১২ই এপ্রিল’৮৫ বিচারপতি তিন সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য..(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


"শাহাদাৎ" ও "শহীদ" বিষয়ক কথা..


হল দখলের রাজনীতি করে কোন ধরনের শান্তির ধর্ম ইসলাম কায়েম করছে শিবির? হল দখল করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তাকে যে শহীদ বলে, তা জানতাম না। আপনাদের কাছ থেকে শিখলাম।
ব্রেন ওয়াশ কাহাকে বলে, আপনি তার উৎকৃষ্ট উদাহরণ...(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


কি করবো ? কি করা উচিত ? পথ বলে দিন, প্লিজ !


আমাকে জানতে হয়েছে আল্লাহর রাসুলের জীবন, সেটা কিরকম !!! আমি যেমনটা জেনেছি..লক্ষ লক্ষ বাংলাদেশী মুসলমানও সেটা জানেন ! আল্লার রাসুল সা: নামাজ পড়া শেখানো আর রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে শেখানোর জন্য তার জীবন ব্যায় করেন নাই...(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


২৮ অক্টোবর : সংঘর্ষের দুটো পক্ষ : কি তাদের বৈশিষ্ট্য !


ইসলামী আন্দোলনের এর কন্টকময় পথচলার , এই প্রাগৈতিহাসিক রক্তাক্ত ঘটনাপন্জীর , আল্লাহর নির্দেশাবলীকে সবচেয়ে সুউচ্চে তুলে রাখার জীবনবাজী প্রতিজ্ঞার চিড়ায়ত ধারাবাহিকতার একটিমাত্র দিন হলো ২৮ শে অক্টোবর, ২০০৬ ইশায়ী সন । এ দিনটি নতুন কিছু না.. এ দিনের আত্মত্যাগ আর শাহাদাতের নজরানার ঘটনাও বিচ্ছিন্ন কোন...(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


আজকে তাহার জন্মদিনে


জান্নাতের সেই রহমতের ঝর্নাধারায় সিক্ত এক আলোক-কাফেলা হতাশার মহাসমুদ্রে নিমজ্জিত বাংলাদেশের জনগনকে দেখিয়েছিল সান্তনার সবুজ দ্বীপের ঠিকানা । ছাত্রসমাজকে জাহান্নামের পার্শ্বদেশ থেকে সরিয়ে এনে কুরআনের কুহকে আবদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলো সেদিন এ জান্নাতী সংগঠন..(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


সমৃদ্ধ নৈতিক বাংলাদেশের স্বপ্ন


অডিটরিয়ামপূর্ণ ৫০০ এ+ ধারী তরুন ছাত্র আবেগঘন হয়ে গাইছে আমার সোনার বাংলা । আমি তোমায় ভালোবাসি । সামনের সারিতে কেন্দ্রীয় সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ দাঁড়িয়ে গলা মেলাচ্ছেন । এটা সর্বশেষ আইটেম পার্লামেন্টারী ডিবেট শুরুর সময়টা ! শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা বাধ্যতামুলক করা হোক ...(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


জ্বীন সম্পর্কিত বিস্তারিত তথ্য


কিসের জিন? জিন বলতে কিছু আছে নাকি? জিন আবার মানুষকে ধরে নাকি? যত সব অন্ধ বিশ্বাস! জিন-ভূত বলতে কোন কিছু নেই। জিনে মানুষ ধরে না। মানুষকে আছর করে না। এটা মানসিক রোগ দ্বারা সৃষ্ট একটি কল্পনা। এ কল্পনার কারণে সৃষ্টি হয়েছে একটি অস্বাভাবিক অবস্থা।..তার আবেগ কমে গেলে আমি তাকে এ বিষয়টি বুঝাতে চেষ্টা করলাম..(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


আশায় আশায় আঁকি আকাশ-কুসুম আল্পনা


আমার যতদূর ধারনা, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রের কেন্দ্রবিন্দু । জাতীয় সংসদ নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় । অনেকটা ছেলেমানুষী চিন্তা হতে পারে, বা ভাবতে পারেন , কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম হলের সামনের ভাষ্কর্যগুলো আমি যখন-ই দেখি ৩৬০ শব্দটা আমার মনে পড়ে যায় ! মনে পড়ে যায় কাবা অভ্যন্তরের ৩৬০ মুর্তির কথা । ইনশাআল্লাহ , হুদায়বিয়ার চুক্তির কিছু পরেই ...(বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share


আমাদের গন্তব্য


আমি এ প্রস্তাব শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি যে , মযলুমকে জালিমের নিকট ক্ষমার আবেদন জানাতে বলা হচ্ছে । আল্লাহর কসম ! ক্ষমা প্রার্থনার কয়েকটি শব্দ আমাকে ফাঁসি থেকেও রেহাই দিতে পারে , তবু আমি এরূপ শব্দ উচ্চারন করতে রাযী না। আমি আল্লাহর দরবারে এমন অবস্থায় হাযির হতে চাই, যে, আমি তার প্রতি এবং তিনি আমার প্রতি সন্তুষ্ট... (বাকিটুকু পড়ুন এবং মন্তব্য লিখুন..)Share



কমেন্ট ও কমেন্ট-বক্স দেখুন

কমেন্ট ও কমেন্ট-বক্স বন্ধ করুন


১০ আগষ্ট-২০১০ তারিখ থেকে তরঙ্গস্পট ব্লগটি বার দেখা হয়েছে..

টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম