একটা যুগের সমাপ্তি.. যুগান্তকারী নতুনদের প্রত্যাশায়..
ভীতু-সংকীর্নমনা-অর্ধমৃত ধর্মাচারীদেরকে যিনি সুদূর দিগন্তের আলোচ্ছটা দেখাতে পারেন, এমন একজন মাওলানা মওদুদীর অপেক্ষায় আছি । মুসলিম বৈমানিককে যিনি বিমানের পাখনায় দাড়িয়ে আযান দেবার মত বিপ্লবী চেতনায় উজ্জীবিত করতে সক্ষম ছিলেন!
বড় স্বপ্ন ছিলো ! যুগের ইসলামী আন্দোলন নতুনে বিশ্বাসীদের নেতৃত্বে শতগুন স্রোতস্বীনি হয়ে উঠতে খুব বেশি দেরী নাই। আত্মকেন্দ্রীক জড়পিন্ড - দুশ্চিন্তা জরজর - সমস্যার সমাধানে সার্বক্ষণিক ব্যাস্ত মানুষেরা যুগান্তরের এ চাহিদা বুঝতে পারবেন ! পারেনি তারা ! কখনো পারেনা ! ভেবেছি তুরস্কের
আক্ষরিক অর্থেই "ধুরন্ধর" প্রখর মেধাবী আর কৌশলী নেতৃবৃন্দের কথা ! ভাবি ইরানের বিপ্লবী ইমামদের কথা যারা পারমানবিক বিষ্ফোরকের মজুত গড়ে তুলবার স্বপ্ন দেখার পর্যায়ে নিয়ে গেছেন ইসলামী আন্দোলনকে ! ...রাজপথে অমুক-তমুক কে হুশিয়ারী দিতে দিতেই আমাদের দিনগুলি চলে যায় ! বুদ্ধির জগতে পৃথিবীকে শাষন করবার স্বপ্নের যে সম্ভাবনা তৈরী হয়েছিলো..তা আবার রাজপথ আর জেল-জুলুমের যুগে প্রত্যাবর্তন করেছে !
বলোতো, আগামীর পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ইস্যুগুলি কি কি হতে যাচ্ছে ? .... বলতে পারিনি... আমাকে ৫-৬ টা ইস্যুর লিষ্ট তৈরী করে দিলেন... জেন্ডার ডিসক্রিমনেশন , টেকনোলজীকাল রেভলিউশান.... আরো কি কি যেন ! মনে নেই .. কিন্তু আমার সমস্ত চিন্তাভাবনা চমকে উঠেছিলো একটা শব্দের ওপরে । ...এথলেটিক্স... স্পোর্টস !! .... সত্যিই তো.. কত সহজ একটা ইস্যু.. কখনো ভাবি-ই নাই । অথচ এই একটা ইস্যু নিয়ে সারা পৃথিবী শাষণ করার সম্ভাবনা তৈরী করা যায় ......... এই স্তরের চিন্তাভাবনা করা দায়িত্বশীলদের হারিয়ে ফেলেছি আমরা! ...
স্পোর্টস কে মুসলিম উম্মাহর আওতার বাইরে নিয়ে যাওয়ার একেবারে সুপরিকল্পিত প্লান নিয়ে এগিয়েছে ক্লাস-অব-সিভিলাইজেশনের ইসলাম বিরোধী যোদ্ধারা ! .... সেটা কিভাবে ? আমাকে বুঝিয়ে দিলেন... এখন পর্যন্ত টেবিল টেনিস-লন টেনিস , বীচ ভলিবল টাইপের কিছু স্পোর্টসে ছেলে-মেয়ে একসাথে অংশ নেবার ব্যাপারটা সাধারনের চোখের সহ্যক্ষমতার আওতায় নিয়ে এসেছে ওরা । ধীরে ধীরে ফুটবল-ক্রিকেটসহ অন্যান্য ক্ষেত্রেও নৈতিকতার ইসলামী কনসেপ্টকে দূরীভূত করার সার্বিক পরিকল্পনা তাদের রয়েছে ।
শুধু উদাহরন হিসেবে এই কথাগুলো বলবার সময়েই মনে পড়ে গেলো এমন দায়িত্বশীলদের কথা যারা ফজরের নামাজে অভ্যস্থ করার জন্য জনশক্তিকে খুব ভোরে মাঠে নিয়ে ফুটবল খেলার নিয়মিত আয়োজনে সক্ষম ছিলেন । এক ঢিলে একশটা পাখি মারার শক্তি শুধু এই স্পোর্টস ইস্যুটাতেই ছিলো....... এমন ইফেক্টিভ আর অল্প পরিশ্রমে অনেক অর্জনের ইস্যুকে সম্মান করতে পারার গুনাবলী সম্পন্ন নতুন মানুষদের আগমন বড় বেশি প্রত্যাশিত আরেকবার নতুন করে ! ...
যুগটা ফেসবুক যুগ ! যুগটা ব্লগারদের যুগ ! যুগটা ইনফরমেশন টেকনোলজীর যুগ ! এ হলো চরম-সত্য কথা । যারা অস্বীকার করবে নি:সন্দেহে তারা প্রাচীনপন্থী.. অচল পয়সা ! বাংলাদেশের সবগুলো পত্রিকার সাংবাদিকরা তাদের ল্যাপ্টপের মনিটরে একটা উইন্ডোতে সামহোয়্যারিনব্লগের হোমপেইজ খুলে রাখেন । এই ইস্যুর গুরুত্ব বুঝতে যদি কেউ অক্ষম হয়, নি:সন্দেহে সেটা তাদের বিরাট অযোগ্যতা ! ...অনলাইনে জাফর ইকবালদের সাহিত্য ফ্রী যদি পাওয়া যায়, কেন যাবেনা ইসলামী সাহিত্যগুলো !! এই প্রশ্ন মনের মধ্যে তোলপাড় করতো যাদের, সেই দায়িত্বশীলদের আমরা হারিয়েছি ! ... ফেসবুকে জাফর ইকবালদের ইসলামবিদ্বেষী কর্মকান্ডের আর্কাইভ তৈরী করতে হবে ! এমন ইংগীত যারা দেবার সাহস রাখতেন ! সেই মানুষেরাও আড়ালে চলে গেছেন । ... সত্যি সত্যি এই সাইবার-ক্যাম্পেইন যুগটার ও অবসান হয়ে গেছে ! ... কিন্তু এ যে কিছুতেই মেনে নেয়া যায়না ! তাই, বড় বেশি ভরসা নিয়ে অপেক্ষা করে আছি এমন উদারমনা চিন্তাভাবনাকারী নতুন কারো জন্য !... কেউ কি আছে এ আহবানে সাড়া দেবার জন্য ????
আজ শুনি কত নোংরা কথা । "নোংরা" শব্দটাই ব্যবহার করতে মন চাইলো । টেকনোলজী শিবিরকে ধ্বংস করে দিলো ! কে বা কারা যেন এধরনের কথা বলে ! ওহে মূর্খের দল ! শিবির কি একটা কাঠের বা লোহার তৈরী যাদুর বাক্স ? ... শিবির হলো একটা ইসলামী আন্দোলন । ইসলাম হলো পৃথিবীর প্রতৈকটা মানুষের জন্য!! কারো পৈত্রিক সম্পত্তি তো ইসলাম না ! ইসলাম হলো পৃথিবীর সবগুলো নিয়মকানুনকে আল্লাহর নিয়মের মধ্যে দিয়ে পরিশুদ্ধ করার ব্যবস্থা । প্রযুক্তির এই বিপ্লবের সময়ে রাসুল যুগের ঘোড়সওয়ারেরা পরিনত হবে দুরন্ত গতিশীল কোন বিমান-বাহিনীর সদস্যে ! লোহার মধ্যে লুকিয়ে থাকা শক্তির কুরআনিক আয়াতের ব্যাখ্যায় আসবে এটমিক ব্লাষ্টার তৈরী করার ইঙ্গীতের কথা ! এই ই তো "ইমানের" দাবী ! বিশ্বাসীরা আল্লাহর প্রতিনিধি । আল্লাহর প্রতিনিধিরা যুগ কে তৈরী করবে ! আল্লাহর প্রতিনিধিরা কেন যুগের চেয়ে পিছিয়ে থাকবে ???? কোন বুদ্ধি-প্রতিবন্ধীর কারনে যদি আল্লাহর রহমতকে অভিশপ্তভাবে ব্যবহার করা হয় , সে তো আল্লাহর রহমতের দোষ না ! ওই বুদ্ধি-প্রতিবন্ধীর বুদ্ধির দোষ !!!
জ্ঞানের আলোয় আমাদের স্বপ্নের দুয়ারটাকে খুজে দিবে .. আছো এমন কোন ভাই-বোন ? আমাদের আগামীর দিনগুলিকে সম্ভাবনাময় করে দিবে... আমাদের কে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠত্বের যে মর্যাদা সয়ং স্রষ্টা দিয়েছেন, সেই আত্মবিশ্বাসকে পুনরুজ্জীবিত করে দিবে .. কেউ কি আছো ভাই ???? যুগান্তরের এ হাহাকার.. নতুনকে জন্ম দেবার এই বেদনা উপলদ্ধি করবে, কেউ আছো এমন ? আসো.. জ্ঞানের জগতকে নিয়ে ফের ছেলেখেলা করি.. হাতের মুঠোয় নিয়ে আসি প্রযুক্তির সবগুলো সহজবোধ্য ইস্যুকে ! যা হারিয়েছি.. তা তো বৃথা যাবেনা । হারিয়ে যাবার আগে স্বপ্নের দ্বীপশিখা তারা দেখিয়ে গিয়েছেন.. সেই পথ ধরে পথের প্রশস্ততা অনেক বাড়িয়ে নেবার আয়োজন ফের শুরু করি, আসো.....
হারিকেনের সলতেটা উষ্কে নিয়ে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে এসো ভাবি কি করে ব্ল্যাক হোল কিম্বা ওয়ার্মহোলের শক্তিকে ব্যবহার উপযোগী বিদ্যুতশক্তিতে পরিনত করা যায় !
... ভাবনার দূয়ারটা যদি কেউ বন্ধ রাখতে বলে, চিন্তার জগতটা যদি কেউ সংকীর্ন রাখতে বলে , প্রশ্নের পর প্রশ্ন করতে যদি কেউ মানা করে বসে.....বিশৃঙ্খলার ভয় দেখায়, আউযুবিল্লাহ হি মিনাশ শাইতানির রাজীম দোয়াটা পড়ে নিবো.. ঠিক আছে ?
লেখাটি বার পড়া হয়েছে..Share